সবগুলো ডিপো সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে
শনিবার - বৃহস্পতিবার
রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড বাংলাদেশে রোশ এর ঔষধ এর অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক। ঔষধ এর গুণগত মান কঠোর ভাবে নিশ্চিত করতে, রেডিয়েন্ট তাপমাত্রা নিয়ন্ত্রিত সরবরাহ ব্যবস্থা করে থাকে।
রোগীর সুরক্ষা এবং ঔষধের গুণগত মান নিশ্চিত করার জন্য, আমরা জোরালোভাবে পরামর্শ দিয়ে থাকি যে, কেনার আগে অবশ্যই ভালভাবে দেখে নেবেন যে প্রতিটি ঔষধে রোশ এর হলোগ্রাম স্টিকার আছে কিনা এবং ডি জি ডি এ অনুমোদিত ডি এ আর ( ড্রাগ এডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন ) নম্বর আছে কিনা। অন্য কোন উৎস থেকে প্রাপ্ত ঔষধ এর দায় রেডিয়েন্ট বা রোশ বাংলাদেশ এর কেউই গ্রহণ করবে না।

