রোশ বাংলাদেশের নীতি সংলাপ ও সচেতনতা বৃদ্ধিমূলক আয়োজন
প্রতিবছর ১৭ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় হিমোফিলিয়া দিবস। এই বছর এই দিবস কে কেন্দ্র করে দুই দিনব্যাপী নীতি সংলাপ ও সচেতনতা বৃদ্ধিমূলক গোলটেবিল আলোচনা ও সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করে রোশ বাংলাদেশ।
দুই দিনের আয়োজনের প্রথম দিন, ১৬ এপ্রিল ২০২৩-এ, স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট ও রোশ বাংলাদেশ যৌথভাবে, "হিমোফিলিয়া এবং এর ক্রমবর্ধমান বোঝা: সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন" শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে।
আলোচনায় রোশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার (ভারপ্রাপ্ত) ও হেড অব ফাইনেন্স এন্ড কমপ্লায়েন্স জনাব গাজী মঈন উদ্দিন আহমেদ উপস্থিত সকল নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের একসাথে হিমোফিলিয়া রোগীদের জন্য কাজ করার জন্য আহ্বান জানিয়ে বলেন যে, “ওয়ার্ল্ড ফেডেরেশান অফ হিমোফিলিয়ার কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক বাংলাদেশের রোগী রোশের উদ্ভাবনী চিকিৎসা পাচ্ছে। এই মহৎ উদ্যোগে রোশের অংশগ্রহণ থাকায় আমরা বিশেষভাবে গর্বিত। যদিও, আমাদের দেশের আরও অনেক বেশী রোগীদের জীবনমান নিশ্চিত করতে চাই। তাই আপনাদের সকলের সহযোগিতা আমাদের বিশেষভাবে প্রয়োজন।”
আলোচনা সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্টের লাইন ডিরেক্টর অধ্যাপক ডাঃ মাজহারুল হক তপন। তিনি বলেন, "প্রোফাইল্যাক্টিক চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়েই হিমোফিলিয়া রোগীকে একটি সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেয়া সম্ভব।" তিনি তার বক্তব্যে আশ্বাস দেন যে, তিনি তার পক্ষ থেকে রোগীদের চিকিৎসা নিশ্চিতের জন্য সর্বচ্চ প্রচেষ্টা করে যাবেন।
আলোচনা বিভিন্ন ধরণের চিকিৎসা পদ্ধতির কথা উঠে আসে। সংলাপে উপস্থিত চিকিৎসকরা তুলে ধরেন যে প্রোফাইল্যাক্সিস চিকিৎসাই হিমোফিলিয়ার জন্য সর্বোত্তম চিকিৎসা। তাঁরা আরও বলেন যে কীভাবে প্রোফাইল্যাক্সিস চিকিৎসা, বিশেষ করে ইমিসিযুম্যাবের মাধ্যমে প্রোফাইল্যাক্সিস চিকিৎসা রোগীর জন্য এই দেশে সুফল বয়ে আনছে এবং তাদের সুস্থ জীবন নিশ্চিত করতে পারে। এই আলোচনায় ব্যয় প্রসঙ্গে আলোচকরা বলেন বাৎসরিক হিসাবে প্রোফাইল্যাক্সিস চিকিৎসা ও অন-ডিমান্ড চিকিৎসা ব্যয় প্রায় একই, তাই রোগীদের সুস্থতার কথা চিন্তা করে প্রোফাইল্যাক্সিস চিকিৎসার মাধ্যমটাই বেছে নেয়া উচিৎ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্টের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ সুপ্রিয় সরকার এবং অনুষ্ঠানটির সূচনা বক্তব্য প্রদান করেন রোশ বাংলাদেশের হেড অব ইন্টিগ্রেটেড স্ট্রাটেজি এন্ড কান্ট্রি মেডিকেল ডিরেক্টর ডাঃ ফারজানা হাসান। আয়োজনে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ওসমান ভূইয়া, যুগ্মসচিব (প্রতিবন্ধিতা), সমাজকল্যাণ মন্ত্রণালয়; অধ্যাপক ড. সালাউদ্দিন শাহ, চেয়ারম্যান, হেমাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস, বিভাগীয় প্রধান, হেমাটোলজি ও বিএমটি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল; অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি ও পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট; ডাঃ এম. মোরশেদ জামান মিঞা, বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ এ. কে মো. মোস্তফা আবেদিন, সভাপতি, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও জনাব মোঃ নুরুল ইসলাম, সভাপতি, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সহ অন্যান্য আরও অনেকে।

আয়োজনের দ্বিতীয় দিনে, ১৭ এপ্রিল ২০২৩-এ, ঢাকা মেডিকেল কলেজের ডাঃ মিলন অডিটোরিয়ামে আয়োজিত হয় "রিডিফাইনিং ম্যানেজমেন্ট অফ হিমোলিফিয়া উইথ প্রোফাইল্যাক্সিস" শীর্ষক সায়েন্টিফিক সেমিনারের। সেমিনারটি আয়োজন করে ডিপার্টমেন্ট অব হেমাটোলজি এন্ড বিএমটি ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট এবং রোশ বাংলাদেশ-এর সহযোগিতায়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস, বিভাগীয় প্রধান, হেমাটোলজি ও বিএমটি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। অধ্যাপক ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস অনুষ্ঠানে একটি প্রতিবেদন ও উপস্থাপন করেন। এসময় হিমোফিলিয়ার বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রোফাইল্যাক্সিস ধরনের চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতি রোগীকে একটি সুন্দর ও সুস্থ জীবন উপহার দিতে পারে তবে চিকিৎসাটি বেশ ব্যয়বহুল। আর তাই কিভাবে রোগীদের এই চিকিৎসা খরচ মিটিয়ে তার পরিবারকে স্বস্তি দেওয়া যায়, তা নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানে সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ শফিকুল আলম চৌধুরী, অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ; অধ্যাপক ডাঃ দেবেশ চন্দ্র তালুকদার, সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি; ব্রিগেডিয়ার (অব.) ডাঃ এ. কে মো: মোস্তাফা আবেদিন, সভাপতি, হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ; জনাব মোঃ নুরুল ইসলাম, সভাপতি, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ; ডাঃ আহমদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি; অধ্যাপক ডাঃ সালমা আফরোজ, হেমাটোলজি-এর সাবেক অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল; অধ্যাপক ডাঃ জোহরা জামিলা খান, বিভাগীয় প্রধান, শিশু হেমাটোলজী ও অনকোলজী বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল; অধ্যাপক ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ অন্যান্য আরও অনেকে।