আসুন ফ্লু ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং ফ্লুকে হারাই ।

ফ্লু সম্পর্কে জানি

icon-callout-flu.png

ফ্লু একটি মারাত্মক অসুস্থতা যা হঠাৎ করে মানুষের শরীরে আক্রমন করে, দ্রুত ছড়িয়ে পড়ে মারাত্মক এবং প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে- এমনকি যারা সুস্থ তাদেরকেও1,2

অ্যান্টিভাইরালের সাহায্যে ফ্লুকে নিয়ন্ত্রন করি

icon-callout-antivirals.png

প্রয়োজন অনুযায়ী ডাক্তার অ্যান্টিভাইরাল চিকিৎসা দিতে পারেন, যা আমাদের দ্রুত সুস্থ হতে সাহায্য করবে ।3–5

ফ্লু ভাইরাসের বিরুদ্ধে
দ্রুত বাবস্থা গ্রহণ করি

icon-callout-against-flu.png

নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখি। ফ্লুর উপসর্গ দেখা দেয়ার ৪৮ ঘন্টার মধ্যে বাবস্থা গ্রহণ করলে ফ্লুর কারনে লম্বা সময় ধরে ভোগান্তি থেকে বাঁচা সম্ভব । 3–5

ফ্লুর উপসর্গকে নয় - ফ্লু হওয়ার কারণকে টার্গেট করি ।

ফ্লুর কারণে একজন সুস্থ্য মানুষের নানা রকম শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে। এমনকি কখনো তা জীবন সংশয়েের কারন হতে পারে1,2

ফ্লু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা কি..?

ফ্লু চিকিৎসা প্রচলিত প্রেসক্রিপশন বিহীন (over-the-counter) ঔষধ শুধু স্বল্প সময়ের জন্য ফ্লুর উপসর্গ কমায়,3 কিন্তু অ্যান্টিভাইরাল ঔষধ অসুখের মুল কারণ ফ্লু ভাইরাসের উপরে কাজ করে ।4

অ্যান্টিভাইরাল ফ্লু ভাইরাসকে টারগেট করে কাজ করে, অসুস্থতার সময়কে কমাতে সাহায্য করে, সেইসাথে আনুষাঙ্গিক জটিলতা হ্রাস করে ।5,6

তাই যখনই ফ্লুতে আক্রান্ত হই না কেন, ভাইরাসের এর বিরুদ্ধে ব্যবস্থা নেই, লক্ষণ বা উপসর্গের বিরুদ্ধে নয়। বিস্তারিত জানতে ক্লিক করি নিচের বিষয়গুলোতে ।

ফ্লু কি ?

ফ্লু কাদের
জন্য ঝুঁকিপূর্ণ ?

আমি কি
ফ্লুতে আক্রান্ত ?

ফ্লু
অ্যান্টিভাইরাল কি ?

অ্যান্টিভাইরাল
কিভাবে
কাজ করে ?

৪৮ ঘন্টা
কেন
গুরুত্বপূর্ণ ?

বাস্তবতা নাকি
শুধুই কল্পনা ?

অ্যান্টিভাইরাল ফ্লুর বিরুদ্ধে কার্যকরী চিকিৎসা ব্যবস্থা3–5
অ্যান্টিভাইরাল ব্যবহারে চিকিৎসকের পরামর্শ নেই ।

যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহন করা উত্তম

References

  1. Centers for Disease Control and Prevention (CDC). Flu symptoms and complications. Available from: www.cdc.gov/flu/symptoms/symptoms.htm . Last accessed: October 2020.
  2. Centers for Disease Control and Prevention (CDC). How flu spreads. Available from: https://www.cdc.gov/flu/about/disease/spread.htm . Last accessed: October 2020.
  3. Centers for Disease Control and Prevention (CDC). What You Should Know About Influenza (Flu) Antiviral Drugs: Fact Sheet, 2018. Available from: www.cdc.gov/flu/pdf/freeresources/updated/antiviral-factsheet-updated.pdf . Last accessed: October 2020.
  4. Stiver G. CMAJ 2003; 168(1): 49–56.
  5. Allen UD et al. Can J Infect Dis Med Microbiol 2006; 17(5): 273–284.