ফ্লুর উপসর্গকে নয় - ফ্লু হওয়ার কারণকে টার্গেট করি ।
ফ্লুর কারণে একজন সুস্থ্য মানুষের নানা রকম শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে। এমনকি কখনো তা জীবন সংশয়েের কারন হতে পারে1,2
ফ্লু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা কি..?
ফ্লু চিকিৎসা প্রচলিত প্রেসক্রিপশন বিহীন (over-the-counter) ঔষধ শুধু স্বল্প সময়ের জন্য ফ্লুর উপসর্গ কমায়,3 কিন্তু অ্যান্টিভাইরাল ঔষধ অসুখের মুল কারণ ফ্লু ভাইরাসের উপরে কাজ করে ।4
অ্যান্টিভাইরাল ফ্লু ভাইরাসকে টারগেট করে কাজ করে, অসুস্থতার সময়কে কমাতে সাহায্য করে, সেইসাথে আনুষাঙ্গিক জটিলতা হ্রাস করে ।5,6
তাই যখনই ফ্লুতে আক্রান্ত হই না কেন, ভাইরাসের এর বিরুদ্ধে ব্যবস্থা নেই, লক্ষণ বা উপসর্গের বিরুদ্ধে নয়। বিস্তারিত জানতে ক্লিক করি নিচের বিষয়গুলোতে ।