ফ্লু এন্টিভাইরাল

আসলে কি ?

ফ্লুর মত ভাইরাস সংক্রমিত রোগের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ব্যবহৃত হয় ।1

ফ্লু অ্যান্টিন্টিভাইরাল সরাসরি ভাইরাসকে লক্ষ্য করে মানবদেহে কাজ শুরু করে । এই অ্যান্টিভাইরালগুলো আক্রান্ত মানব দেহে ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিহত করে ।2 শুধুমাত্র ডাক্তার এর প্রেসক্রিপশন থাকা সাপেক্ষে এ ধরণের অ্যান্টিভাইরাল জাতীয় ওষুধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা উচিৎ । অর্থাৎ চাইলেই বিনা প্রেসক্রিপশনে স্থানীয় ফার্মেসি থেকে এ ধরণের ঔষধ কিনা উচিৎ নয়1


ফ্লু অ্যান্টিন্টিভাইরাল সরাসরি ভাইরাসকে লক্ষ্য করে মানবদেহে কাজ শুরু করে । এই অ্যান্টিভাইরালগুলো আক্রান্ত মানব দেহে ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিহত করে ।2 শুধুমাত্র ডাক্তার এর প্রেসক্রিপশন থাকা সাপেক্ষে এ ধরণের অ্যান্টিভাইরাল জাতীয় ওষুধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা উচিৎ । অর্থাৎ চাইলেই বিনা প্রেসক্রিপশনে স্থানীয় ফার্মেসি থেকে এ ধরণের ঔষধ কিনা উচিৎ নয়1

ফ্লুকে হারাতে অ্যান্টিভাইরাল যেভাবে আমাদের এবং আমাদের আপনজনদের সাহায্য করতে পারে:

  • অসুস্থতার সময়কাল কমিয়ে আনে3,4
  • উপসর্গ সমূহের তীব্রতা হ্রাস করে3
  • ফ্লু’র কারণে শরীরে সৃষ্ট বিভিন্ন জটিলতা কমাতে সাহায্য করে3–5

জানেন কি ?
অ্যান্টিভাইরাল আমাদের দ্রত সেরে উঠতে সাহায্য করতে পারে,3,4
যাতে আমরা স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যেতে পারি

A box of tissues
what-are-the-consequences-header.png

যদিও ফ্লুতে আক্রান্ত বেশিরভাগ মানুষই শেষ পর্যন্ত জটিলতা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন তবে যারা উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে থেকেও ফ্লুতে আক্রান্ত হলে কোনো চিকিৎসা নেন না, তাদের গুরুত্বর শারীরিক সমস্যা দেখা দিতে পারে । যার ফলে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে পারে । এমন কি কখনো কখনো তা মৃত্যুর কারণও হতে পারে ।6

জানেন কি ?
অ্যান্টিভাইরাল উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের হাসপাতালে ভর্তি হবার সম্ভাবনা হ্রাস করে ।3-6 এমনকি যদি ভর্তি হওয়া লাগেও তাদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি হ্রাস করতে পারে6,7

ফ্লু সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা পাবার জন্য প্রিয়জনকে ফ্লু এবং এর চিকিৎসা সম্পর্কে সচেতন করা দরকার .3–5,7–9

Icon-doctor-what-are-antivirals.png

অ্যান্টিভাইরাল চিকিৎসা আমাদের ফ্লুকে পরাজিত করতে সাহায্য করতে পারে ।1-3

অ্যান্টিভাইরাল আমার জন্য সঠিক কিনা - সেটা জানার জন্য ডাক্তারকে সাথে আলাপ করি ।

কারণ যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ ।

References

  1. Centers for Disease Control and Prevention (CDC). What You Should Know About Influenza (Flu) Antiviral Drugs: Fact Sheet, 2018. Available from: http://www.cdc.gov/flu/pdf/freeresources/updated/antiviral-factsheet-updated.pdf. Last accessed: October 2020
  2. Stiver G. CMAJ 2003; 168(1): 49–56.
  3. Allen UD et al. Can J Infect Dis Med Microbiol 2006; 17(5): 273–284.
  4. Hayden FG & Pavia AT. J Infect Dis 2006; 194: S119–126.
  5. Wallick C et al. Poster presented at IDWeek. 3–7 October 2018. San Francisco, CA, USA.
  6. Centers for Disease Control and Prevention (CDC). People at High Risk of Developing Serious Flu-Related Complications. Available from: http://www.cdc.gov/flu/about/disease/high_risk.htm. Last accessed: October 2020
  7. Uyeki TM et al. Clin Infect Dis 2019; doi: 10.1093/cid/ciy866.
  8. Centers for Disease Control and Prevention (CDC). Morbidity and Mortality Weekly Report, 2011; 60: 1.
    Available from: www.cdc.gov/mmwr/pdf/rr/rr6001.pdf. Last accessed: October 2020.
  9. Muthuri SG et al. Lancet Respir Med 2014; 2(5): 395–404.