ফ্লু অ্যান্টিভাইরাল কিভাবে কাজ করে ?

অ্যান্টিভাইরাল সরাসরি আমাদের দেহে থাকা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে টার্গট করে কাজ শুরু করে, যা আমাদের দ্রুত সুস্থ হতে সাহায্য করে।1

শরীরে যখন ভাইরাসের সংক্রমণ ঘটে, তখন এই ভাইরাস সংখ্যায় বাড়তে থাকে এবং পুরো শরীরে ছড়িয়ে পড়ে ।2,3 এন্টিভাইরাল মূলত ভাইরাসের এই সংখা বৃদ্ধির ক্ষমতা কে কমিয়ে দেয় ।4

এভাবেই এন্টিভাইরাল আমাদের ফ্লু থেকে দ্রুত সুস্থ হতে সহযোগিতা করে, যার মানে দাড়ায়, আমরা দ্রুত কাজে ফিরে যেতে পারি, স্কুলে যেতে পারি এক কথায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি ।5,6

ফ্লু এর প্রাথমিক লক্ষণগুলো দেখা দেয়ার ৪৮ ঘন্টার মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি, যাতে যতদ্রুত সম্ভব কার্যকর ব্যবস্থা নেয়া যেতে পারে ।7

অ্যান্টিভাইরাল vs ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ
অ্যান্টিবায়োটিকস

অ্যান্টিভাইরাল
ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ
অ্যান্টিবায়োটিকস
ব্যবস্থাপত্রের প্রয়োজন1
ব্যবস্থাপত্রের প্রয়োজন নেই9
ব্যবস্থাপত্রের প্রয়োজন10
সরাসরি ফ্লু ভাইরাসের চিকিৎসা করে4
ফ্লু ভাইরাসের নয় বরং উপসর্গ গুলোর চিকিৎসা করে9
ব্যাক্টেরিয়ার চিকিৎসা করে, শরীরে থাকা ফ্লু ভাইরাসের ওপর কোনো প্রভাব নেই10
ফ্লু ভাইরাসের বৃদ্ধি পাবার ক্ষমতাকে কমিয়ে দেয়4
ফ্লু ভাইরাসের বৃদ্ধি পাবার ওপর কোন প্রভাব নেই9
ফ্লু ভাইরাসের বৃদ্ধি পাবার ওপর কোন প্রভাব নেই10
সম্ভাব্য গুরুতর জটিলতা এড়াতে সাহায্য করে5,8
জটিলতার ওপর কোন প্রভাব নেই9
ব্যক্টেরিয়াজনিত জটিলতার বিরুদ্ধে কার্যকর তবে এটি ফ্লুর উপসর্গ কমাতে সাহায্য করবে না1,10,11

No filter results

  • অ্যান্টিভাইরাল
    • ব্যবস্থাপত্রের প্রয়োজন1
    • সরাসরি ফ্লু ভাইরাসের চিকিৎসা করে4
    • ফ্লু ভাইরাসের বৃদ্ধি পাবার ক্ষমতাকে কমিয়ে দেয়4
    • সম্ভাব্য গুরুতর জটিলতা এড়াতে সাহায্য করে5,8
  • ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ
    • ব্যবস্থাপত্রের প্রয়োজন নেই9
    • ফ্লু ভাইরাসের নয় বরং উপসর্গ গুলোর চিকিৎসা করে9
    • ফ্লু ভাইরাসের বৃদ্ধি পাবার ওপর কোন প্রভাব নেই9
    • জটিলতার ওপর কোন প্রভাব নেই9
  • অ্যান্টিবায়োটিকস
    • ব্যবস্থাপত্রের প্রয়োজন10
    • ব্যাক্টেরিয়ার চিকিৎসা করে, শরীরে থাকা ফ্লু ভাইরাসের ওপর কোনো প্রভাব নেই10
    • ফ্লু ভাইরাসের বৃদ্ধি পাবার ওপর কোন প্রভাব নেই10
    • ব্যক্টেরিয়াজনিত জটিলতার বিরুদ্ধে কার্যকর তবে এটি ফ্লুর উপসর্গ কমাতে সাহায্য করবে না1,10,11

অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিকস এর ব্যবহার উপকারের চেয়ে বেশি ক্ষতিকারক হতে পারে । এর কারণ হল,ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে । যার অর্থ দাড়ায় ভবিষ্যতে ব্যক্টেরিয়া সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক পূর্বের মত কার্যকর নাও হতে পারে ।12

জানেন কি ?
প্রতি বছর ভ্যাকসিন গ্রহণের মাধ্যমেই আমরা ফ্লু থেকে নিরাপদ থাকতে পারি । তথাপিও যারা আক্রান্ত হয়েই যান, তারা অ্যান্টিভাইরালের মাধ্যমে ফ্লু থেকে পরিত্রাণ পেতে পারেন ।1

ফ্লু কে এন্টিভাইরাল দিয়ে প্রতিরোধ করি, যা সরাসরি ফ্লু ভাইরাসের ওপর কাজ করে এবং শরীরে এর সংখা বৃদ্ধি বন্ধ করে দেয় ।4

ফ্লু চিকিৎসার কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে জেনে নেয়া যাক

এখানে ক্লিক করুণ

icon-doctor-pink-purple.png

অ্যান্টিভাইরাল চিকিৎসা আমাদের ফ্লুকে পরাজিত করতে সাহায্য করতে পারে ।1,4,5
অ্যান্টিভাইরাল আমার জন্য সঠিক কিনা - সেটা জানার জন্য ডাক্তারকে সাথে আলাপ করি ।

কারণ যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ ।

References

  1. Centers for Disease Control and Prevention (CDC). What You Should Know About Influenza (Flu) Antiviral Drugs: Fact Sheet, 2018. Available from: www.cdc.gov/flu/pdf/freeresources/updated/antiviral-factsheet-updated.pdf. Last accessed: November 2019.
  2. Bouvier NM & Palese P. Vaccine 2008; 26(Suppl 4): D49–D53.
  3. Breitbart M & Rohwer F. Trends Microbiol 2005; 13(6): 278–284.
  4. Stiver G. CMAJ 2003; 168(1): 49–56.
  5. Allen UD et al. Can J Infect Dis Med Microbiol 2006; 17(5): 273–284.
  6. Hayden FG & Pavia AT. J Infect Dis 2006; 194: S119–126.
  7. Lehnert R et al. Dtsch Arztebl Int 2016; 113(47): 799–807.
  8. Wallick C et al. Poster presented at IDWeek. 3–7th October 2018. San Francisco, CA.
  9. Klepser M. Drugs 2014; 74(13): 1467–1479.
  10. Low D. Clin Microbiol Infect 2008; 14(4): 298–306.
  11. Bonten M. BMJ 2006; 332(7536): 248-249.
  12. World Health Organization (WHO). Antibiotic resistance. Available from: www.who.int/news-room/fact-sheets/detail/antibiotic-resistance. Last accessed: October 2020.