ফ্লুর লক্ষণগুলো কি কি ?

ফ্লুর লক্ষণ বোঝার উপায়

ফ্লুর প্রাথমিক লক্ষণগুলো হঠাৎ করেই দেখা দেয়, যার মধ্যে রয়েছে:1,2

  • জ্বর
    (যদিও, ফ্লু আক্রান্ত সবার ক্ষেত্রেই জ্বর থাকে না)
  • শরীরে ব্যথা
  • মাথাব্যথা
  • শরীরে কাঁপুনি দেয়া
  • দুর্বলতা ও ক্লান্ত লাগা
  • কাশি
  • গলা ব্যথা
  • অনবরত সর্দি কিংবা বন্ধ নাক
  • ডায়রিয়া অথবা বমি
    (শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়)

তবে ব্যক্তিভেদে এসব লক্ষণের কমবেশি হতে পারে। কারও ক্ষেত্রে সবগুলো লক্ষণই প্রকাশ পায়, কারো শরীরে আবার নির্দিষ্ট কিছু লক্ষণ দেখা যায় ।1

ফ্লু সন্দেহ হচ্ছে ? চিকিৎসকের সাথে অ্যান্টিভাইরাল সম্পর্কে আলোচনা করে নিজেকে ও পরিবারের সদস্যদের ফ্লুর জটিলতা থেকে রক্ষা করা যেতে পারে3

জানেন কি ?
টেলিমেডিসিন সেবার মাধ্যমে বাড়িতে বসেই চিকিৎসকের সাথে আলোচনা করা এবং অ্যান্টিভাইরাল সম্পর্কে জানা যেতে পারে ।

নাকিফ্লু?

কোভিড – ১৯ কিভাবে বুঝবেন ?

কোভিড – ১৯ এর লক্ষণগুলোর সাথে ফ্লুর অনেকটাই মিল রয়েছে। যদিও লক্ষণগুলো একে একে ধীরে ধীরে প্রকাশ পায়।1,2,4–6
যেমন:4,5

  • শ্বাসকষ্ট
    (ফ্লুর চেয়ে কোভিড-১৯ এর ক্ষেত্রে বেশি দেখা যায়)6
  • ক্রমাগত কাশি
  • শরীরে ব্যথা
  • জ্বর
  • অবসাদগ্রস্থতা
  • গলা ব্যথা

কোভিড – ১৯ সন্দেহ হচ্ছে? স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া- দরকার, আপনার সেল্ফ আইসোলেশন কিংবা চিকিৎসা প্রয়োজন কি না।

এটা কি সাধারণ ঠান্ডা ?

ঠান্ডা বা সর্দির ক্ষেত্রে লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় ।1 যেমন:

  • সর্দি বা বন্ধ নাক
  • গলা ব্যথা
  • অনবরত বা থেমে থেমে কাশি
  • হাঁচি

ঠান্ডার ক্ষেত্রে বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হয় না। সাধারণ ওষুধ, যেগুলো স্থানীয় ফার্মেসিতে পাওয়া যায় সেগুলোর মাধ্যমেই চিকিৎসা সম্ভব ।

ধারণা করুন তো, এদের মধ্যে কে কে, ফ্লুতে, কিংবা কোভিড-১৯ আক্রান্ত আর কে কে সাধারণ সর্দি-জ্বরে আক্রান্ত ।

শান্তা

বয়স: ৫ বছর

লক্ষণ:
সর্দি (নাক দিয়ে পানি পরা), গলা ব্যথা, ডায়রিয়া

শন্তার ফ্লু হতে পারে

সর্দি এবং গলা ব্যথা যদিও সাধারণ ঠাণ্ডার লক্ষণ, এছাড়াও শান্তার ডায়রিয়া হয়েছে যেটি ফ্লুর লক্ষণ, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে । শান্তার পিতা-মাতার উচিত অবশ্যই বিষয়টি নিয়ে চিকিৎসকের সাথে আলোচনা করা ।

বিকাশ

বয়স: ১৭ বছর

লক্ষণ:
থেমে থেমে কাশি (ধীরে ধীরে বৃদ্ধি পায়), হাঁচি

বিকাশ সাধারণ ঠান্ডায় আক্রান্ত হতে পারে

বিকাশের কাশি ধীরে ধীরে বাড়ছে যেটা ফ্লুর চেয়ে সাধারণ ঠান্ডা হবার সম্ভাবনা বেশি । তবে কোভিড-১৯ হয়নি, এটা নিশ্চিত হবার জন্য বিকাশ ডাক্তার এর পরামর্শ নিতে পারে ।

জলি

বয়স: ৪২ বছর

লক্ষণ:
জ্বর (হঠাৎ করেই আক্রান্ত), দুর্বলতা, বন্ধ নাক

জলি ফ্লুতে আক্রান্ত হতে পারেন

জলি হঠাৎকরেই জ্বরে আক্রান্ত হয়েছেন যেটা ফ্লুর খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ । এ বিষয়ে নিশ্চিত হতে জলির উচিত চিকিৎসকের সাথে পরামর্শ করা ।

লাবিব

বয়স: ৭১ বছর

বয়স:
শরীর ব্যথা, মাথা ব্যথা, কাশি

লাবিব সাহেব ফ্লুতে আক্রান্ত হতে পারেন

লাবিব সাহেবের কাশি, ঠান্ডা এবং ফ্লু দুটো বিষয়কেই নির্দেশ করে । তবে তার মাথা এবং শরীরের ব্যথা ফ্লুকে ইঙ্গিত করে । লাবিব সাহেবের উচিত চিকিৎসকের সাথে পরামর্শ করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া ।

লুবনা

বয়স: ৩০ বছর

লক্ষণ:
বন্ধ নাক (ধীরে ধীরে প্রকট হবে), হালকা কাশি (স্থায়ী নয়)

লুবনা সাধারণ ঠান্ডায় আক্রান্ত হতে পারেন

লুবনার হালকা কাশি এবং বন্ধ নাক সাধারণ ঠান্ডায় আক্রান্ত হওয়ার ইঙ্গিত দেয় । তবে ফ্লু বা কোভিড-১৯ হয়নি, এটা নিশ্চিত হবার জন্য লুবনা ডাক্তার এর পরামর্শ নিতে পারেন ।

সাগর

বয়স: ৫৪ বছর

লক্ষণ:
শ্বাসকষ্ট, ক্রমাগত কাশি, ক্লান্তিভাব

সাগর কোভিড-১৯ এ আক্রান্ত হতে পারেন

সাগর সাহেবের ক্রমাগত কাশি এবং শ্বাসকষ্ট কোভিড-১৯ এ আক্রান্ত হবার ইঙ্গিত বহন করে । সাগর সাহেবের উচিত স্থানীয় স্বাস্থ্য কর্মীর অথবা কর্তৃপক্ষের সাথে আলোচনা করা এবং নিশ্চিত হওয়া যে, তার সেল্ফ আইসোলেশন কিংবা চিকিৎসা প্রয়োজন কি না ।

icon-doctor-purple.png

ফ্লু সন্দেহ হচ্ছে ? তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করাই শ্রেয়

ফ্লুর চিকিৎসায় এন্টিভাইরাল নিয়ে বিস্তারিত

References

  1. Centers for Disease Control and Prevention (CDC). Flu symptoms and complications. Available from: www.cdc.gov/flu/symptoms/symptoms.htm. Last accessed: October 2020.
  2. Banning M. Br J Nurs 2005; 14(22): 1192–1197.
  3. Centers for Disease Control and Prevention (CDC). What You Should Know About Influenza (Flu) Antiviral Drugs: Fact Sheet, 2018. Available from: http://www.cdc.gov/flu/pdf/freeresources/updated/antiviral-factsheet-updated.pdf. Last accessed: October 2020.
  4. Centers for Disease Control and Prevention. COVID-19 symptoms. Available from: https://www.cdc.gov/coronavirus/2019-ncov/symptoms-testing/symptoms.html. Last accessed: October 2020.
  5. World Health Organization. Coronavirus symptoms. Available from: https://www.who.int/health-topics/coronavirus#tab=tab_3. Last accessed: October 2020.
  6. Medical News Today. New coronavirus vs. flu. Available from: https://www.medicalnewstoday.com/articles/coronavirus-vs-flu#symptoms. Last accessed: October 2020.