ফ্লু কি ?
ফ্লু ভাইরাস দ্বারা সৃষ্ট শ্বাসযন্ত্রের রোগ ।1,2
কোভিড - ১৯ যেমন 'করোনা ভাইরাসের কারনে হয়,3 ফ্লু তেমনি 'ইনফ্লুয়েঞ্জা' ভাইরাসের কারনে হয়1,2

ফ্লুর কারণে আক্রান্ত ব্যক্তির শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যার মধ্যে অবসাদ, ব্যাথা এবং জ্বর অন্যতম ।2,4
ফ্লু এর উপসর্গগুলি কোভিড - ১৯ এবং সাধারণ ঠান্ডার থেকে কীভাবে আলাদা ?

ফ্লুতে কত মানুষ আক্রান্ত ?
বিশ্বজুড়ে একশো কোটির বেশি মানুষ প্রতিবছর ফ্লুতে আক্রান্ত হয়।5
এরমধ্যে প্রায় ৫০ লাখ মানুষ মারাত্মক সংক্রমণের শিকার হন...
...যার কারণে প্রতি বছরপ্রায় সাড়ে ৬ লাখ মানুষের মৃত্যু হয় ।6

ফ্লু কোভিড -১৯ এর মতোই ছড়ায় ।7–10
সংক্রমিত ব্যক্তির কাশি, হাঁচি বা কথার সাথে ভাইরাস নির্গত হয় ।8–10
এই ভাইরাস সুস্থ ব্যক্তির শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে ।9,10
ফ্লু ভাইরাস যেকোনো পৃষ্ঠে ৪৮ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে।11
বেশিরভাগ মানুষ উপসর্গ দেখা দেওয়ার আগেই ফ্লু ভাইরাস ছড়াতে পারে এবং উপসর্গ দেখা দেওয়ার ৭ দিন পর্যন্ত অন্যকে সংক্রমিত করতে পারে ।9
জানেন কি ?
একজন সংক্রমিত ব্যক্তি ৬ ফুট দূরের মানুষের মধ্যে ফ্লু ছড়াতে পারে ।9
ফ্লু কতটা ভয়ঙ্কর হতে পারে ?
অনেকেই রোগ হিসেবে ফ্লুর ভয়াবহতাকে তেমন গুরুত্ব দিতে চান না।12-14 কিন্তু বাস্তবতা হলো ফ্লু থেকে মারাত্মক কিছু শারীরিক জটিলতা দেখা দিতে পারে যা কখনো কখনো মৃত্যুর কারণও হয় । যেমন :4
মস্তিষ্ক প্রদাহ
রক্তের বিষক্রিয়া (সেপসিস)
অ্যাজমা বা এ ধরনের শারীরিক অবস্থার অবনতি
মাংশপেশীতে প্রদাহ
হৃদপিণ্ডে প্রদাহ
নিউমোনিয়া
বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে পরা


শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় ৯ লাখ ৬০ হাজার মানুষকে হাসাপাতালে ভর্তি হতে হয় ফ্লুর জন্য। যারমধ্যে প্রায় ৭৯ হাজার রোগীই মারা যান ।15
ফ্লুর কারণে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার ইউরোপের মতো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে একই রকম বলে মনে করা হয় ।16
অনেক মানুষ এবং তাদের প্রিয়জন মারাত্মক জটিলতা সৃষ্টির উচ্চ ঝুঁকিতে রয়েছে, এজন্য ফ্লুকে পরাস্ত করতে আমাদের দ্রুত কাজ করতে হবে ।17
References
- Centers for Disease Control and Prevention (CDC). Understanding influenza viruses. Available from: https://www.cdc.gov/flu/about/viruses/index.htm Last accessed: October 2020.
- Banning M. Br J Nurs 2005; 14(22): 1192–1197.
- World Health Organization. Coronavirus. Available from: Available from: https://www.who.int/health-topics/coronavirus#tab=tab_1 Last accessed: October 2020.
- Centers for Disease Control and Prevention (CDC). Flu symptoms and complications. Available from: www.cdc.gov/flu/symptoms/symptoms.htm. Last accessed: October 2020.
- Krammer F et al. Nat Rev Dis Primers 2018; 4(1): 3.
- World Health Organization (WHO). Influenza (Seasonal). Available from: www.who.int/news-room/fact-sheets/detail/influenza-(seasonal). Last accessed: October 2020.
- World Health Organization (WHO). Q&A: Similarities and differences – COVID-19 and influenza. Available from: https://www.who.int/news-room/q-a-detail/q-a-similarities-and-differences-covid-19-and-influenza. Last accessed: October 2020.
- Centers for Disease Control and Prevention. How flu spreads. Available from:https://www.cdc.gov/flu/about/disease/spread.htm. Last accessed: October 2020.
- Centers for Disease Control and Prevention. Estimated Influenza Illnesses, Medical visits, Hospitalizations, and Deaths in the United States — 2017–2018 influenza season. Available from:http://www.cdc.gov/flu/about/burden/2017-2018.htm. Last accessed: November 2019.
- Centers for Disease Control and Prevention (CDC). Frequently asked questions: How does the virus spread? Available from: https://www.cdc.gov/coronavirus/2019-ncov/faq.html. Last accessed: October 2020.
- Centers for Disease Control and Prevention. Environmental NPIs: Surface Cleaning. Available from: https://www.cdc.gov/nonpharmaceutical-interventions/environmental/index.html. Last accessed: October 2020.
- Evans MR et al. Br J Gen Pract. 2007; 57: 352–358.
- Cedraschi C et al. BMC Fam Pract 2013; 14: 15.
- Nowak G et al. Int J Environ Res Public Health 2018; 15(4): 711.
- Centers for Disease Control and Prevention. Estimated Influenza Illnesses, Medical visits, Hospitalizations, and Deaths in the United States — 2017–2018 influenza season. Available from: www.cdc.gov/flu/about/burden/2017-2018.htm. Last accessed: October 2020.
- Cowling B et al. Vaccine 2017; 35: 856–864.
- Centers for Disease Control and Prevention (CDC). People at High Risk of Developing Serious Flu-Related Complications. Available from: http://www.cdc.gov/flu/about/disease/high_risk.htm. Last accessed: October 2020.