স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার জন্য ফ্লুর লক্ষণগুলি দেখার ৪৮ ঘন্টার মধ্যে ডাক্তারের সাথে কথা বলা জরুরী ।1,2
ফ্লু এর চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে ।
কোনটি সত্য এবং কোনটি মিথ্যা - তা জানতে এখানে ক্লিক করুন
আমরা অনেকেই ফ্লু এর বিরুদ্ধে অসহায় নই । অ্যান্টিভাইরাল আমাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করতে পারে ।1,2
গবেষনায় দেখা গেছে, ফ্লু সংক্রমনের পর এর উপসর্গ দেখা দেয়ার ৪৮ ঘন্টার মধ্যে অ্যান্টিভাইরাল চিকিৎসা দিতে পারলে তা সবচেয়ে বেশি কার্যকর হয় । এই কারণেই ফ্লু উপসর্গ দেখা দেয়ার ৪৮ ঘন্টার মধ্যে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিৎ1,2
এটি কেবল আমাদের দ্রুত সুস্থ হবার সম্ভাবনাই বাড়াবেনা, ফ্লুর তীব্রতা হ্রাস করতে এবং অসুস্থতার সময় কমাতে সাহায্য করতে পারে । 1,2
ফ্লুর সংক্রমণ হয়েছে এমনটি সন্দেহ হওয়ার পর যত দ্রুত সম্ভব ডাক্তার এর সাথে আলোচনা করা জরুরী । তারাই আমাদের সবচেয়ে কার্যকর চিকিৎসার বিষয়ে পরামর্শ দিতে পারবেন ।
মানবদেহে ফ্লু সাধারণত এক থেকে দুই সপ্তাহ স্থায়ী হয় । তবে রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে এর উপসর্গ এবং নিরাময়ের সময়কাল ভিন্ন হতে পারে ।7
তবে ফ্লুর কারণে শরীরে নানা ধরণের জটিলতার সৃষ্টি হয়, যা রোগীর অসুস্থ্যতাকে দীর্ঘায়িত করে । কখনো কখনো রোগীক হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয় । এমনকি পরিস্থিতি এতইটাই খারাপ হতে পারে যে, রোগীর মৃত্যুও হতে পারে । 5,8
ফ্লু এর চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে ।
কোনটি সত্য এবং কোনটি মিথ্যা - তা জানতে এখানে ক্লিক করুন
যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ ।
References