আক্রান্ত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে কেন ফ্লুর চিকিৎসা জরুরী ?

আমরা অনেকেই ফ্লু এর বিরুদ্ধে অসহায় নই । অ্যান্টিভাইরাল আমাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করতে পারে ।1,2

গবেষনায় দেখা গেছে, ফ্লু সংক্রমনের পর এর উপসর্গ দেখা দেয়ার ৪৮ ঘন্টার মধ্যে অ্যান্টিভাইরাল চিকিৎসা দিতে পারলে তা সবচেয়ে বেশি কার্যকর হয় । এই কারণেই ফ্লু উপসর্গ দেখা দেয়ার ৪৮ ঘন্টার মধ্যে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিৎ1,2


icon-clock.png

এটি কেবল আমাদের দ্রুত সুস্থ হবার সম্ভাবনাই বাড়াবেনা, ফ্লুর তীব্রতা হ্রাস করতে এবং অসুস্থতার সময় কমাতে সাহায্য করতে পারে । 1,2

ফ্লুর সংক্রমণ হয়েছে এমনটি সন্দেহ হওয়ার পর যত দ্রুত সম্ভব ডাক্তার এর সাথে আলোচনা করা জরুরী । তারাই আমাদের সবচেয়ে কার্যকর চিকিৎসার বিষয়ে পরামর্শ দিতে পারবেন ।

ফ্লু সংক্রমনের তিনটি পর্যায়

  1. ফ্লু ভাইরাস শরীরে প্রবেশ করার পরে, উপসর্গ পরিলক্ষিত হওয়ার আগে সাধারণত ১-৪ দিন সময় লাগে । বেশিরভাগ মানুষ উপসর্গ লক্ষ্য করার একদিন আগে থেকে ভাইরাস ছড়িয়ে দিতে শুরু করে । 3
  2. ফ্লুর প্রাথমিক লক্ষনগুলোর মধ্যে জ্বর, মাথা ব্যথার পাশাপাশি পেশীতে ব্যথা, গলা ব্যথা , কাশি এবং প্রচণ্ড ক্লান্তি অনুভূত হওয়া অন্যতম।4 আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এই লক্ষনগুলো হঠাৎ করেই দেখা দেয়, যা সাধারণ ঠান্ডা-জ্বরের ক্ষেত্রে হয় না ।5,6 এই উপসর্গগুলি লক্ষ্য করার ৪৮ ঘন্টার মধ্যে ফ্লু অ্যান্টিভাইরাল সম্পর্কে ডাক্তারের সাথে আলাপ করা দরকার ।1
  3. বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লুর উপসর্গ গুলো এক সপ্তাহের মধ্যেই কমে যায় । কিন্ত কাশি এবং ক্লান্তিভাব দীর্ঘস্থায়ী হতে পারে ।4 দীর্ঘ সময় ক্লান্তিভাব এবং অবসাদের জন্য আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে । কিন্তু অ্যান্টিভাইরাল চিকিৎসার মাধ্যমে, আমরা দ্রুত এসব উপসর্গের অবসান ঘটাতে পারি । 2
A picture of virus

ফ্লু কতদিন স্থায়ী হয় ?

মানবদেহে ফ্লু সাধারণত এক থেকে দুই সপ্তাহ স্থায়ী হয় । তবে রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে এর উপসর্গ এবং নিরাময়ের সময়কাল ভিন্ন হতে পারে ।7

তবে ফ্লুর কারণে শরীরে নানা ধরণের জটিলতার সৃষ্টি হয়, যা রোগীর অসুস্থ্যতাকে দীর্ঘায়িত করে । কখনো কখনো রোগীক হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয় । এমনকি পরিস্থিতি এতইটাই খারাপ হতে পারে যে, রোগীর মৃত্যুও হতে পারে । 5,8

স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার জন্য ফ্লুর লক্ষণগুলি দেখার ৪৮ ঘন্টার মধ্যে ডাক্তারের সাথে কথা বলা জরুরী ।1,2

টেলিমেডিসিনের সাহায্যে, এখন আমরা ঘরে বসেই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি এবং অ্যান্টিভাইরাল চিকিৎসা সম্পর্কে জানতে পারি।

ফ্লু এর চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে ।
কোনটি সত্য এবং কোনটি মিথ্যা - তা জানতে এখানে ক্লিক করুন

icon-doctor-pink-purple.png

অ্যান্টিভাইরাল চিকিৎসা আমাদের ফ্লুকে হারাতে সাহায্য করতে পারে ।2,9,10

অ্যান্টিভাইরাল আমার জন্য সঠিক কিনা সেটা ডাক্তার এর সাথে পরামর্শ করি ।

যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ ।

References

  1. Lehnert R et al. Dtsch Arztebl Int 2016; 113(47): 799–807.
  2. Allen UD et al. Can J Infect Dis Med Microbiol 2006; 17(5): 273–284.
  3. Centers for Disease Control and Prevention (CDC). How flu spreads. Available from: https://www.cdc.gov/flu/about/disease/spread.htm. Last accessed: October 2020.
  4. Institute for Quality and Efficiency in Health Care (IQWiG). Flu: Overview, 2016. Available from: www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0072643/#i2352.symptoms. Last accessed: October 2020.
  5. Centers for Disease Control and Prevention (CDC). Flu symptoms and complications, 2018. Available from: www.cdc.gov/flu/symptoms/symptoms.htm. Last accessed: October 2020.
  6. Banning M. Br J Nurs 2005; 14(22): 1192–1197.
  7. Centers for Disease Control and Prevention (CDC). Morbidity and Mortality Weekly Report, 2008; 57: RR-7. Available from: www.cdc.gov/mmwr/pdf/rr/rr5707.pdf. Last accessed: October 2020.
  8. Mertz D et al. BMJ 2013; 347: f5061.
  9. Centers for Disease Control and Prevention (CDC). What You Should Know About Influenza (Flu) Antiviral Drugs: Fact Sheet, 2018. Available from: www.cdc.gov/flu/pdf/freeresources/updated/antiviral-factsheet-updated.pdf. Last accessed: October 2020.
  10. Stiver G. CMAJ 2003; 168(1): 49–56.