রোশ বিশ্বের সবচেয়ে বড় বায়োটেক প্রতিষ্ঠান যার রয়েছে অন্কো‌লজি, ইমিউনোলজি, সংক্রামক ব্যাধি, অপ্‌থালমোলজি এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগের অনন্য ঔষধ।  আমাদের পারসোনালাইজ্‌ড হেলথকেয়ার কর্মসূচির লক্ষ্য হল এমন ঔষধ সরবরাহ করা যা রোগীদের স্বাস্থ্য, জীবনযাত্রার মান এবং বেঁচে থাকার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি করতে সক্ষম।

 

আমাদের তৈরি ৩১ টি ঔষধ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অত্যাবশ্যক ঔষধ এর আদর্শ তালিকায় অন্তর্ভুক্ত। যার মধ্যে ২৫ টি ঔষধই পেটেন্ট-মুক্ত এবং যার মধ্যে আছে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ম্যালেরিয়া এবং কেমোথেরাপি 1,2। স্তন, ত্বক, কোলন, ডিম্বাশয়, ফুসফুস এবং অন্যান্য অনেক ক্যান্সারের ঔষধ নিয়ে সুদীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে আমরা ক্যান্সার গবেষণা ও চিকিৎসার শীর্ষে রয়েছি।

 

রোশ বাংলাদেশ লিমিটেড রোশ গ্রুপের (যেটি ১৮৯৬ সালে সুইজারল্যান্ডের বাজেল শহরে প্রতিষ্ঠিত হয়েছিল) একটি অ্যাফিলিয়েট (শাখা)।  ১৯৯৮ সাল থেকে আমরা বাংলাদেশে ক্যানসার, অ্যানিমিয়া (রক্তস্বল্পতা), ট্রান্সপ্ল্যান্ট (অঙ্গ প্রতিস্থাপন), ভাইরাল এবং ইমিউনোলজিকাল ডিজিজেস এ  আক্রান্ত রোগীদের জন্য সর্বাধুনিক চিকিৎসা সমাধান নিয়ে সেবা করে যাচ্ছি।

প্রযুক্তি স্থানান্তর, জ্ঞান বিকাশ এবং সক্ষমতা উন্নয়ন এর মাধ্যমে আমরা স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সাথে আমাদের সহযোগিতা অব্যাহত রেখেছি। স্তন ক্যান্সারের বায়োমার্কার এইচ ই আর ২ [HER 2] টেস্টিং এর জন্য সেন্টার অফ এক্সিলেন্স তৈরিতে আমরা কয়েকটি হাসপাতালকে সহায়তা করেছি। বাংলাদেশে প্রতি বছর দশ হাজারের  বেশি মানুষ রোশ এর আবিষ্কৃত ঔষধের মাধ্যমে চিকিৎসা সেবা পেয়ে থাকে।

২০২০ সালে রোশ গবেষণা ও উন্নয়ন খাতে ১২.২ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক 3 বিনিয়োগ করেছে কারণ, আমাদের কোম্পানির মূল চালিকাশক্তি হল নতুন নতুন আবিস্কার/ উদ্ভাবন।

 

References

1. Developing essential medicines. Roche products on the WHO Model List of Essential Medicines (2017). [Internet; cited 2018, November 08]. Retrieved from https://www.roche.com/sustainability/access-to-healthcare/ath_who.htm

2. WHO Model List of Essential Medicines, 20th List, (2017, March, Amended August). [Internet; cited 2018, November 08]. Retrieved from http://www.who.int/medicines/publications/essentialmedicines/en/

3. Annual Report 2020. [Internet; cited 2021, November]. Retrieved from https://www.roche.com/investors/annualreport20.htm#