গোপনীয়তা বিবৃতি
সর্বশেষ সংশোধন: জুলাই ২০২৩
আমাদের ওয়েবসাইট পরিদর্শন করার জন্য এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
সাধারণ গোপনীয়তা বিবৃতি
F. Hoffmann-La Roche Ltd ( "Roche"রোশ ) এ আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই গোপনীয়তা বিজ্ঞপ্তিতে আমরা আপনাদের জানাবো যে, রোশ কি কি ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে এবং কিভাবে সেগুলি সংগ্রহ, ব্যবহার বা শেয়ার করতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য রক্ষার জন্য আমরা কি প দক্ষেপ নিয়ে থাকি এবং আপনার তথ্য ব্যবহার করতে দেবার জন্য আপনার কি কি উপায় থাকতে পারে।
এই বিজ্ঞপ্তিটি রোশ বাংলাদেশ এর ওয়েবসাইট এবং আমাদের অন্যান্য ডিজিটাল মাধ্যম যেমন, ই-মেইল, সামাজিক যোগাযোগ, বার্তা সেবা, ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ওয়েবসাইট বা অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমে তৃতীয় পক্ষের ওয়েবসাইট লিঙ্ক সংযুক্ত থাকতে পারে। এ ধরনের কোনো তথ্যের জন্য আমাদের কোনোরকম সমর্থন বা দায়বদ্ধতা নেই এবং আমাদের এই গোপনীয়তা বিজ্ঞপ্তি সেসব সাইটের জন্য প্রযোজ্য ও নয় যদিও আপনি সেগুলি আমাদের সাইটে থাকা কোনো লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে থাকেন । তৃতীয় পক্ষের সাইটে কোনো তথ্য সরবরাহ করার পূর্বে তাদের গোপনীয়তা নীতিটি দেখে নিন।
এই গোপনীয়তা বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত তথ্য বলতে আপনার নাম, ঠিকানা, ই-মেইল এড্রেস এবং টেলিফোন নম্বর সহ বিভিন্ন তথ্য বোঝানো হয়েছে যার মাধ্যমে আপনাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সনাক্ত করা যেতে পারে।
ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের আইনের ক্ষেত্রে এই বিষয়টি কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং কীভাবে রোশ এই ধরনের তথ্য ব্যবহার করে থাকে সে সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন US Supplemental Privacy Notice
অপ্রাপ্তবয়স্ক
রোশ বাংলাদেশ এর ওয়েবসাইট বা অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমগুলো ১৬ বছরের কম বয়সী শিশুদের ব্যবহারের উদ্দেশ্যে পরিকল্পনা বা তৈরি করা হয়নি। পিতামাতা বা অভিভাবকের পূর্বানুমতি ছাড়া ১৬ বছর বা তার কম বয়সের কোনো শিশুর ব্যক্তিগত তথ্য আমরা ইচ্ছাক্রিতভাবে আমাদের ওয়েবসাইট না ডিজিটাল প্লাটফর্ম এর মাধ্যমে সংগ্রহ করিনা । পিতামাতা বা অভিভাবকগণ বিশেষ অনুরোধের ভিত্তিতে এ ধরনের তথ্য দেখার এবং প্রয়োজনে সেটি সরিয়ে ফেলতে বলার অধিকার সংরক্ষণ করেন। উপরন্তু, আমাদের ওয়েবসাইট বা অন্যান্য অনলাইন প্লাটফর্ম এ যেকোনো ব্যক্তিগত তথ্য ব্যবহার বা প্রকাশ করার জন্য অপ্রাপ্তবয়স্ক শিশুদের উচিত তাদের পিতামাতা বা অভিভাবকের অনুমতি নেয়া ।
তথ্য নিয়ন্ত্রকের পরিচয় ও যোগাযোগ মাধ্যম
তথ্য নিয়ন্ত্রকের ঠিকানা হলো F. Hoffmann-La Roche Ltd, Grenzacherstrasse 124, CH-4070 Basel, Switzerland । যদি আপনার ব্যক্তিগত তথ্য EU General Data Protection Regulation (“EU”) 2016/679 (“GDPR”) এর আওতাভুক্ত হয় তবে F. Hoffmann-La Roche Ltd-এর EU প্রতিনিধি হল Roche Privacy GmbH, Emil-Barell- Str. 1, D-79639 Grenzach-Wyhlen ।
তথ্য নিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠাবার ঠিকানা Grenzacherstrasse 124, CH-4070 Basel, Switzerland। আমাদের ই-মেইল এড্রেস: [email protected].
US Supplemental Privacy Noticeএর মধ্যে যুক্তরাষ্ট্রের গোপনীয়তা আইনের আওতায় যেকোনো প্রশ্ন, অনুরোধ এবং অনুসন্ধানের জন্য আমাদের সাথে যোগাযোগের উপযুক্ত মাধ্যমটি দেয়া আছে।
কিভাবে এবং কেন আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করা হয়
আমাদের ওয়েবসাইট অথবা রেজিস্ট্রেশন ফরমের মাধ্যমে আমরা আপনার ব্যক্তিগত তথ্য আমরা সংগ্রহ করতে করি। উদাহরণস্বরূপ আপনার নাম, যোগাযোগ ঠিকানা, ইন্সরু এবং এই সংশ্লিষ্ট অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। আমরা এমন কিছু ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করতে পারি যা আপনাকে আপনার নামের মাধ্যমে শনাক্ত করেনা বরং আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে বা আমাদের সাথে ডিজিটাল মাধ্যমে সংযুক্ত হয়েছে এমন কম্প িউটার বা ডিভাইস সনাক্ত করে।
বিভিন্ন কারণে আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি। যেমনঃ
আপনার অনুরোধ বা অনুসন্ধানের উত্তর দিতে;
লেনদেন সম্পন্ন করতে;
পছন্দ অনুযায়ী আপনাকে আরো উন্নত সেবা দিতে ;
ওয়েবসাইট এর কর্মক্ষমতা পরিমাপ ও বিশ্লেষণ করতে;
ফার্মাকোভিজিল্যান্স সম্পর্কিত প্রতিকূল ঘটনা এবং অন্যান্য কার্যক্রম চিহ্নিত এবং নিরীক্ষণ করতে; এবং
ওয়েবসাইট নিরাপদ ও সঠিকভাবে সঞ্চালন করতে।
বিভিন্ন সমীক্ষা, রেজিস্ট্রেশন এবং কন্টেন্ট শেয়ারিং (যেমনঃ ‘E-mail to Friend’ লিঙ্ক) এর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট বা অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমের বেশ কিছু স্থানে ব্যক্তিগত তথ্য প্রয়োজন হয়ে থাকে। রোশ এবং এর ব্যবসায়িক অংশীদারগণ (যেমন পরিষেবা সরবরাহকারী বা অন্যান্য তৃতীয় পক্ষ যারা নির্দিষ্ট সেবা সরবরাহ করে) আপনার অনুমতি সাপেক্ষে এগুলো সংগ্রহ করে থাকে। ম নে রাখবেন, ব্যক্তিগত তথ্য প্রদান না করলে আমাদের সাইটের কিছু বিশেষ ফিচার বা ডিজিটাল বার্তা আপনি নাও পেতে পারেন। আপনার প্রদানকৃত যেকোনো ব্যক্তিগত তথ্য এই গোপনীয়তা বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবহৃত হবে।
প্রক্রিয়াকরণ সম্পর্কে আরো তথ্য
প্রক্রিয়াকরণ কার্যকলাপটি GDPR এর অধীন হলে নিচের টেবিলটি এ সম্পর্কে আরও বিশদভাবে জানতে এবং সংগৃহীত তথ্যের পাশাপাশি প্রতিটি কার্যকলাপের আইনি ভিত্তি সম্পর্কে তথ্য প্রদানে সহায়ক ভূমিকা পালন করে।
ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের অধিবাসীদের তথ্য কিভাবে প্রক্রিয়াকরণ হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে US Supplemental Privacy Notice বিজ্ঞপ্তিটি পড়ুন।