লিম্ফোমা চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ
গত ৩০ নভেম্বর ২০২৪ তারিখে, রোশ বাংলাদেশ “Identifying Cancer (Lymphoma) Management Gaps in Bangladesh” শীর্ষক একটি “পলিসি ডায়লগ”-এর আয়োজন করে । সরকারী কর্মকর্তা, খ্যাতিমান রক্তরোগ বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সকল অংশীজনদের অংশগ্রহনে এই ডায়লগ অনুষ্ঠিত হয়। এই আলোচনার লক্ষ্য ছিল বাংলাদেশে ক্যান্সারের ব্যবস্থাপনার উন্নতি এবং এর সাথে কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার বিশেষ করে diffuse large B-cell lymphoma (DLBCL) রোগীদের কীভাবে আরও উন্নত চিকিৎসার আনা যায়।