'আস্থা' কার্যক্রমে রেজিস্ট্রেশন পদ্ধতি
অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি
:quality(90)/)
'আস্থা' পোগ্রামে অন্তর্ভূক্ত যে কোন সেবা গ্রহণের জন্য রোগীকে অবশ্যই রেজিস্ট্রেশন (নিবন্ধন) করতে হবে। রেজিস্ট্রেশনের পূর্বে অবশ্যই আমাদের প্রতিনিধির সাথে কথা বলে যেনে নিন যে, আপনার চিকিৎসক দ্বারা নির্দেশিত ঔষধটি 'আস্থা' প্রোগ্রামে অন্তর্ভূক্ত রয়েছে কি না।
'আস্থা' রোগী সহায়তা কার্যক্রম বা পেসেন্ট সাপোর্ট প্রোগ্রামে (পিএসপি) রেজিস্ট্রেশন করতে নীচের লিংকে প্রবেশ করুন।
লিংটিতে প্রবেশ করলে প্রথমেই আপনি ছাবি সম্বলিত লগইন ও রেজিস্ট্রেশন করার পেইজটি দেখতে পাবেন।
বাংলা ভাষা দেওয়া থাকবে, আপনি যদি ইংরেজী ভাষা নির্বাচন করতে চান তাহলে এখাকে ক্লিক করে ভাষা পবির্তন করতে পারবেন। রেজিস্ট্রেশনসহ সকল কাজ সমাপ্ত হওয়ার পর আপনার প্রোফাইল তৈরি হবে। পরবর্তিতে আপনি লগইন ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন ।
অনলাইন রেজিস্ট্রেশন করতে রেজিস্টার বাটনে ক্লিক করুন।
:quality(90)/)
কনসেন্ট ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলে আপনি কনসেন্ট ফর্মেটি দেখতে পাবেন এবং ফর্মের উপরে download লেখাটি আসবে। আপনি ঔ download লেখার উপরে ক্লিক করলে ফর্মটি ডাউনলোড হবে।
:quality(90)/)
রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাকে শর্তাবলী পেইজটি প্রদর্শন করবে। এখানে শর্তাবলীগুলো ভালো করে পড়ুন ও বুঝুন।
এবার (☐) আমি শর্তাবলী পড়েছি এবং বুঝতে পেরেছি বক্সে ক্লিক করলে টিক চিহ্নটি আসবে এবং সঙ্গে সঙ্গে হ্যা, আমি সম্মত লেখাটি ভেসে উঠবে।
:quality(90)/)
আপনি যদি শর্তাবলীর সাথে একম ত হয়ে থাকেন তবে হ্যা, আমি সম্মত এই লেখাটির উপর ক্লিক করলে রেজিস্ট্রেশন পেইজটিতে প্রবেশ করতে পারবেন।
আর যদি একমত না হন তবে না, আমি সম্মত নই লেখটির উপর ক্লিক করুন।
:quality(90)/)
আপনি যদি শর্তাবলীর সাথে একমত হওয়ার পর হ্যা, আমি সম্মত বাটনে ক্লিক করেন, তবে রোগীর রেজিস্ট্রেশন ফর্মটি দেখতে পাবেন। মাউস-এর স্ক্রল দিয়ে নিচের দিকে অগ্রসর হলে সম্পূর্ণ ফর্মটি দেখতে পারবেন ।
আপনাকে অবশ্যই সকল তথ্য ইংরেজীতে পূরণ করতে হবে এবং তারকা (*) চিহ্নিত তথ্য অবশ্যই পূরণ করতে হবে।
শুরুতেই