bn

Ocrevus (ocrelizumab)

এই পেইজের তথ্য মেডিকেল পরামর্শ হিসাবে বিবেচিত নয় এবং কোন চিকিৎসকের সাথে পরামর্শ করার বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবেনা ।

In Bangladesh, Ocrevus is approved for the following indication(s)1:

  • OCREVUS is indicated for the treatment of patients with relapsing forms of multiple sclerosis (RMS) to suppress relapses and disease progression (clinical and subclinical disease activity).

  • OCREVUS is indicated for the treatment of patients with primary progressive multiple sclerosis (PPMS) to delay disease progression and reduce deterioration in walking speed.

For more disease and treatment related queries, it is recommended that you discuss with your physicians in details.

In Bangladesh, Ocrevus is available as

  • Vial 300 mg / 10 ml

বাংলাদেশে রোশ এর ঔষধ এর অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক। ঔষধ এর গুণগত মান কঠোর ভাবে নিশ্চিত করতে, রেডিয়েন্ট তাপমাত্রা নিয়ন্ত্রিত সরবরাহ ব্যবস্থা করে থাকে।

রোগীর সুরক্ষা এবং ঔষধের গুণগত মান নিশ্চিত করার জন্য, আমরা জোরালোভাবে পরামর্শ দিয়ে থাকি যে, কেনার আগে অবশ্যই ভালভাবে দেখে নেবেন যে প্রতিটি ঔষধে Roche Hologram Sticker, আছে কিনা এবং DGDA অনুমোদিত DAR (Drug Administration Registration) Number আছে কিনা। অন্য কোন উৎস থেকে প্রাপ্ত ঔষধ এর দায় রেডিয়েন্ট বা রোশ বাংলাদেশ এর কেউই গ্রহণ করবে না।

References

  1. Ocrevus Product Information _ BD RO4964913_April 2022

ডাউনলোড

Ocrevus Product Information _ BD RO4964913_April 2022

আরো দেখুন

যোগাযোগ

এই ওয়েবসাইট এর তথ্য বাংলাদেশের রোগীদের প্রয়োজন বিবেচনা করে প্রদান করা হয়েছে এবং এতে এমন পণ্যের বিবরণ বা তথ্য থাকতে পারে যা আপনার দেশের জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনি যদি এমন কোন দেশ থেকে এই তথ্যগুলো দেখে থাকেন, যা আপনার দেশের স্থানীয় আইন, নিয়ন্ত্রক সংস্থা, নিবন্ধন বা ব্যবহার প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেক্ষেত্রে রোশ বাংলাদেশ দায়বদ্ধ নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে, এই সাইট/পেইজের তথ্য মেডিকেল পরামর্শ হিসাবে বিবেচিত নয় এবং কোন চিকিৎসকের সাথে পরামর্শ করার বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবেনা । আমরা কোন ব্যাক্তির চিকিৎসা পরিচালনা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে অপারগ। এ ব্যাপারে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। আমরা এই ওয়েবসাইট/পেইজের মাধ্যমে পণ্য সম্পর্কিত প্রশ্নেরও উত্তর দিতে অপারগ। এই সাইটটি পণ্যের প্রচার/বাণিজ্যিক উদ্দেশ্যেও তৈরি নয়। রোশ বাংলাদেশের লিখিত সম্মতি ছাড়া এই সাইটের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা বৈধ নয়।

যোগাযোগওয়ার্ল্ডওয়াইডlinkedinfacebooktwitterinstagramyoutubeফার্মাকোভিজিল্যান্সরোশ পরিচিতিঔষধক্যারিয়ারপারসোনালাইজ্‌ড হেলথকেয়ারগোপনীয়তা নীতিমালাআইনি বিবৃতিকুকি নীতি | রোশ বাংলাদেশ লিমিটেড