হিমোফিলিয়া নিয়ে প্রচলিত ভুল ধারণা
:quality(90)/)
হিমোফিলিয়া নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। এগুলোর মধ্যে বহুল প্রচলিত কিছু ভুল ধারণা দূর করতে নীচের সঠিক তথ্যগুলো জেনে নিন ।
ভুল ধারণাঃ
সামান্য কাটাছেঁড়ায় হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ রক্তক্ষরণ হয়ে মারাও যেতে পারে।
সঠিক তথ্যঃ
সব রক্তক্ষরণই জীবনের জন্য হুমকি নয়। হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের পেশী এবং অস্থিসন্ধিতে ক্ষত বা রক্তপাত হতে পারে, যা ঘন ঘন হলে দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে।1
ভুল ধারণাঃ
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিরা কেটে গেলে বা আঁচড় লাগলে শুধুমাত্র বাহ্যিক রক্তপাতের শিকার হোন।
সঠিক তথ্যঃ
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের শরীরের অভ্যন্তরে বিনা কারনেই রক্তপাত হতে পারে । হাঁটু, গোড়ালি এবং কনুই অস্থিসন্ধিত সাধারনত বেশি আক্রান্ত হয় ।2
ভুল ধারণাঃ
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আয়ু কম হয়।
Truth
সঠিক চিকিৎসার মাধ্যমে হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিরা আজ স্বাভাবিক আয়ুর প্রত্যাশা করতে পারেন।2
ভুল ধারণাঃ
সময়ের সাথে সাথে হিমোফিলিয়া A ভালো হয়।
সঠিক তথ্যঃ
হিমোফিলিয়া A হল একটি দীর্ঘস্থায়ী রক্তক্ষরণজনিত ব্যাধি (আজীবন থাকতে পারে) যা রক্ত জমাট বাঁধার উপাদান ফ্যাক্টর VIII এর অভাবের ফলে হয়, যেটা সাধারণত সময়ের সাথে সাথে ভালো হয় না।2
ভুল ধারণাঃ
আক্রান্ত সকল শিশুরই হিমোফিলিয়ার পারিবারিক ইতিহাস থাকে।