সামান্য কাটাছেঁড়ায় হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ রক্তক্ষরণ হয়ে মারাও যেতে পারে।
সব রক্তক্ষরণই জীবনের জন্য হুমকি নয়। হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের পেশী এবং অস্থিসন্ধিতে ক্ষত বা রক্তপাত হতে পারে, যা ঘন ঘন হলে দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে।1
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিরা কেটে গেলে বা আঁচড় লাগলে শুধুমাত্র বাহ্যিক রক্তপাতের শিকার হোন।
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের শরীরের অভ্যন্তরে বিনা কারনেই রক্তপাত হতে পারে । হাঁটু, গোড়ালি এবং কনুই অস্থিসন্ধিত সাধারনত বেশি আক্রান্ত হয় ।2
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আয়ু কম হয়।
সঠিক চিকিৎসার মাধ্যমে হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিরা আজ স্বাভাবিক আয়ুর প্রত্যাশা করতে পারেন।2
সময়ের সাথে সাথে হিমোফিলিয়া A ভালো হয়।
হিমোফিলিয়া A হল একটি দীর্ঘস্থায়ী রক্তক্ষরণজনিত ব্যাধি (আজীবন থাকতে পারে) যা রক্ত জমাট বাঁধার উপাদান ফ্যাক্টর VIII এর অভাবের ফলে হয়, যেটা সাধারণত সময়ের সাথে সাথে ভালো হয় না।2
আক্রান্ত সকল শিশুরই হিমোফিলিয় ার পারিবারিক ইতিহাস থাকে।
যদিও হিমোফিলিয়া জিনগত একটি ব্যাধি, তবে এক-তৃতীয়াংশ ক্ষেত্রে এটি কোনো কারণ ছাড়াই হয়ে থাকে।3
কেবলবাত্র ছেলে বা পুরুষেরাই এই রোগে আক্রান্ত হয়ে থাকে।
যেহেতু হিমোফিলিয়ার জিনটি ক্রোমোজোম X এর সাথে যুক্ত, তাই হিমোফিলিয়ায় আক্রান্ত বেশিরভাগ রোগীই পুরুষ। তবে কিছু বিরল ক্ষেত্রে এটি মহিলাদেরও হতে পারে।4
আয়রন, নির্দিষ্ট কিছু ভিটামিন এবং বাদাম হিমোফিলিয়ার প্রতিকার করতে পারে।
এখন পর্যন্ত হিমোফিলিয়ার কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।2 বর্তমানে কেবল রক্তে অনুপস্থিত ক্লটিং ফ্যাক্টর VIII প্রতিস্থাপন এ রোগের চিকিৎসা হিসেবে ব্যবহৃত হচ্ছে।5
হিমোফিলিয়া আক্রান্ত প্রত্যেকেরই একই লক্ষণ দেখা যায়।
রক্তে ফ্যাক্টর VIII-এর অনুপাতের উপর ভিত্তি করে লক্ষণ ভিন্ন হতে পারে যেটাকে হালকা, মাঝারি এবং গুরুতর- এই তিনটি ভাগে ভাগ করা যায় ।5
হিমোফিলিয়ায় আক্রান্ত সকলেই রাণী ভিক্টোরিয়ার সরাসরি বংশধর।
রক্তক্ষরণজনিত রোগের বিভিন্ন ধরন রয়েছে।.6 রা ণী ভিক্টোরিয়া হিমোফিলিয়া B তে আক্রান্ত ছিলেন, যেটি হিমোফিলিয়া A থেকে ভিন্ন।7
হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তি কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না।
সঠিক চিকিৎসাপ্রাপ্ত হিমোফিলিয়া রোগী সাঁতার বা দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নিতে পারেন। তবে অধিক ঝুঁকিপূর্ণ খেলাধুলায় অংশগ্রহণ করা অনুচিত।2
সব ধরনের হিমোফিলিয়ায-ই ক্লটিং ফ্যাক্টর VIII এর স্বল্পতা/ ঘাটতির কারণে হয়।
হিমোফিলিয়া A ক্লটিং ফ্যাক্টর VIII এর স্বল্পতা/ ঘাটতির কারণে হয়। হিমোফিলিয়া B ক্লটিং ফ্যাক্টর IX এবং হিমোফিলিয়া C ক্লটিং ফ্যাক্টর XI এর স্বল্পতা/ ঘাটতির কারণে হয়ে থাকে।8
হিমোফিলিয়ায় আক্রান্ত সকলেই অস্থিসন্ধি ক্ষতিগ্রস্থ হবার ফলে পঙ্গু হয়ে পড়েন।
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য সুখবর হল সঠিক প্রতিরোধমূলক (prophylactic) চিকিত্সার মাধ্যমে অস্থিসন্ধির ঘন ঘন রক্তপাত এবং দীর্ঘমেয়াদী ক্ষতি রোধ করা যেতে পারে ৷9
References
Hemophilia Signs and Symptoms. University of California San Francisco. [Internet; cited 2020 29 September]. Retrieved from http://www.hemophilia.ca/en/bleeding-disorders/hemophilia-a-and-b/what-is-hemophilia/
About Bleeding Disorders, Hemophilia. WFH. [Internet; cited 2020, 29 September]. Retrieved from
Haemophilia. Haemophilia Foundation Australia. [Internet; cited 2020, December]. Retrieved from https://elearning.wfh.org/elearning-centres/introduction-to-hemophilia/#hemophilia_faq
Hemophilia Facts. Centers for Disease Control and Prevention. [Internet; cited 2020, 29 September]. Retrieved from
Guidelines for the management of hemophilia, 3rd Edition. WFH.[Internet; cited 2020, 29 September]. Retrieved from
Hemophilia A.National Hemophilia Foundation. [Internet; cited 2020, 29 September]. Retrieved from
History of Bleeding Disorders. National Hemophilia Foundation. [Internet; cited 2020, 29 September]. Retrieved from
Types of Hemophilia and other bleeding disorders Hemophilia Information. [Internet; cited 2020 29 September]. Retrieved from http://www.hemophilia-information.com/types-of-hemophilia.html
Nisson M, Berntorp E et al. Twenty-five years' experience of prophylactic treatment in severe haemophilia A and B. Journal of Medicine. 1192; 232(1):25-32.[Internet; cited 2020, 29 September]
এই ওয়েবসাইট এর তথ্য বাংলাদেশের রোগীদের প্রয়োজন বিবেচনা করে প্রদান করা হয়েছে এবং এতে এমন পণ্যের বিবরণ বা তথ্য থাকতে পারে যা আপনার দেশের জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনি যদি এমন কোন দেশ থেকে এই তথ্যগুলো দেখে থাকেন, যা আপনার দেশের স্থানীয় আইন, নিয়ন্ত্রক সংস্থা, নিবন্ধন বা ব্যবহার প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেক্ষেত্রে রোশ বাংলাদেশ দায়বদ্ধ নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে, এই সাইট/পেইজের তথ্য মেডিকেল পরামর্শ হিসাবে বিবেচিত নয় এবং কোন চিকিৎসকের সাথে পরামর্শ করার বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবেনা । আমরা কোন ব্যাক্তির চিকিৎসা পরিচালনা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে অপারগ। এ ব্যাপারে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। আমরা এই ওয়েবসাইট/পেইজের মাধ্যমে পণ্য সম্পর্কিত প্রশ্নেরও উত্তর দিতে অপারগ। এই সাইটটি পণ্যের প্রচার/বাণিজ্যিক উদ্দেশ্যেও তৈরি নয়। রোশ বাংলাদেশের লিখিত সম্মতি ছাড়া এই সাইটের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা বৈধ নয়।