রোশ গ্রুপ ক্যানসার চিকিৎসায় প্রয়োজনীয় সেবা প্রদানকারী হিসেবে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত আমাদের ঔষধগুলি জীবন বাঁচাতে সহায়তা করছে এবং ক্যানসার চিকিৎসার কিছু পদ্ধতিকে উল্লেখযোগ্য ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়াও, রোশ নতুন নতুন ডায়াগনস্টিক টেস্ট উদ্ভাবন করছে যা ভবিষ্যতে ক্যানসার রোগীদের জন্য রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। টিউমার চিহ্নিতকারী অনেকগুলো মার্কার এবং ক্যানসার এর বিভিন্ন আণবিক পরীক্ষার মাধ্যমে, রোশ ক্যানসার এর চিকিৎসা এবং ডায়াগনস্টিক্স সরবরাহের ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সমূহের একটি বলে বিবেচিত হয়ে আসছে এবং সামনেও থাকবে।
রোগীর সুরক্ষা এবং ঔষধের গুণগত মান নিশ্চিত করার জন্য, আমরা জোরালোভাবে পরামর্শ দিয়ে থাকি যে, কেনার আগে অবশ্যই ভালভাবে দেখে নেবেন যে প্রতিটি ঔষধে Roche Hologram Sticker, আছে কিনা এবং DGDA অনুমোদিত DAR (Drug Administration Registration) Number আছে কিনা। অন্য কোন উৎস থেকে প্রাপ্ত ঔষধ এর দায় রেডিয়েন্ট বা রোশ বাংলাদেশ এর কেউই গ্রহণ করবে না।